নাটোর প্রতিনিধি
কিংবদন্তি নেতা সাবেক এমপি প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী সহধর্মিনী অনিমা চৌধুরীর ০৯ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে নাটোর পৌরসভার মেয়র ও প্রয়াত অনিমা চৌধুরীর মেয়ে উমা চৌধুরীর বাসভবনে যান নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আজ ৯ মে সোমবার বিকেলে তিনি বিভিন্ন নেতৃবৃন্দ কে সাথে নিয়ে সেখানে প্রতিস্থাপিত অনিমা চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অনিমা চৌধুরীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন । নিরবতা পালন শেষে শিমুল অনিমা চৌধুরীর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, অনিমা চৌধুরী ছিলেন সবার স্নেহময়ী কাকীমা। মায়ের মতো করে প্রত্যেক নেতাকর্মীকে তিনি তার স্নেহের পরশ বুলিয়ে দিতেন। আমি তার স্নেহ ভালোবাসা আদর পেয়ে ধন্য।
এসময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল মেয়র উমা চৌধুরী জলির শরীরের খোঁজ নেন এবং কুশল বিনিময় করেন।