রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট থানাধীন জোত কার্ত্তিক জালালের মোড় থেকে শুনিল মাষ্টারের বাড়ির সামনে বৃহস্পতিবার দুপুর ২টা ৩০মিনিটের সময় শ্যালো মেশিনের টলির ও এপাচি আরটিআর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা দুই জন আরোহী খেরু মন্ডলের ছেলে মন্টু (২৫) চালক নিহত হন। ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়নের শিমুলিয়া টিক টিকি পাড়ার ২নং ওয়ার্ডের বাসিন্দা
আরেক জন হলেন ৪ নং নিমপাড়া ইউনিয়নের কালি তালা ৮নং ওয়ার্ডের আকাশ শাহা ছেলে আলমগীর ২৬ কে চারঘাট থানা দুরত্ব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসার জন্য পাঠায় ভর্তি করা হয়।
পরে ঘটনা স্থানে থেকে চারঘাট থানার পুলিশ
সেলো মেশিনের টলির গাড়ি চালককে না পেয়ে তার গাড়ি ও এপাচি RTR মোটরসাইকেল কে নিয়ে যায় থানায়।
চারঘাট থানার ওসি বলেন, টলি চালক পালাতক সে নাটোর লালপুর থেকে টি বি এফ ব্রিকস ভাটায় কাজ করতেন। আহত আলমগীর কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নির্ভীক সংবাদ ডটকম