মাহবুব আলম: টানা কয়েক দিনের ভারী বর্ষনের কারনে রাজশাহীর
দূর্গাপুরের শালঘরিয়া গ্রামের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।অপরিকল্পিত পুকুর খনন করার কারনে জমে থাকা ভারী বর্ষনের পানি গুলো বের না হতে পারার কারনে মাটির তৈরি
কাচাঁ বাড়ি গুলো ধশে পড়েছে। জানা গেছে,গত শুক্রুবার রাতে শালঘরিয়া গ্রামের ইউসূফ
আলীর ছেলে রুবেল এর বাড়ি ধশে পড়েছে এবং
একজন আহত হয়েছে যার ফলে এখন ওই এলাকার মানুষ গুলোর মধ্যে কাঁচা বাড়ি গুলো
নিয়ে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। এর কারন হিসেবে সাধারন মানুষ গুলো যত্রতত্র
ভাবে পুকুর খনন কারীদের দায়ী করছেন। এছাড়াও ওই এলাকার বিভিন্ন জায়গায়
কালভাট গুলো বন্ধ করে দিয়ে পুকুর খনন করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে
বলে জোর দাবী করছে এলাকাবাসী।
এ দিকে ভারি বর্ষণের কারনে পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় শতাধিক
বাড়ির উঠানে ও ঘরে পানি জমে আছে। ফলে গরু-ছাগল ও ছোট শিশুদের নিয়ে
ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েক দিন থেকে ভারি বর্ষণ শুরু হয়েছে। এই
বর্ষণে উপজেলার শালঘরিয়া গ্রামের অধিকাংশ বাড়িতেই পানি জমে আছে। এমনকি ঘরের
বারান্দা ও মেঝে পর্যন্ত পানি অবস্থান করছে। এই পানির মধ্যে গরু, ছাগল
হাঁস-মুরগী পালনকারীরা পড়েছে মাহাসমস্যায়। গতকাল শুক্রুবার শালঘরিয়া গ্রামের সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রাথমিক
বিদ্যালয়ের মাঠ।