স্টাফ রির্পোটার,দুর্গাপুর: দুর্গাপুর থানা পুলিশ প্রায় ১২০ লিটার চোয়ানি মদ সহ চার জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলীর নেতৃত্বে আজ শুক্রবার ৫(মার্চ) রাত সাড়ে আটটার দিকে থানার এসআই আক্তারুজ্জামান,এএসাই নীল কন্ঠ,এএসআই সামসুল ওসঙ্গীয় ফোর্স সহ উপজেলার আলীপুর এলাকায় অভিযান চালায়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন দৌড়ে পালানোর চেষ্টা কালে তাদেরকে ফোর্সের সহায়তায় আটক করা হয়।
এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বাড়িতে তল্লাশী করে নীল, কালো,সাদা ও লাল প্রিন্টের প্লাষ্টিকের ডোব এর মধ্যে থাকা দেশীয় তৈরী বাংলা/ চোয়ানি মদ প্রায় ১২০ লিটার উদ্ধার করে ওই সময় চারজনকে আটক করা হয়। আটকৃতরা হলেন, আলীপুর গ্রামের আদিবাসীপাড়ার বাসীন্দা
এব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে, মাদকের সাথে যেই সম্পৃক্ত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে।
নির্ভীক সংবাদ ডটকম