নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে পানি নিস্কাশনের পথ বন্ধ করে বিএনপি নেতা পুকুর খনন করায় ক্ষতির মূখে পড়েছেন শতাধিক চাষী।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পুকুর খননকারী প্রভাবশালী বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য সাব্দুল আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের নামুদরখালী মৌজায় আনুমানিক প্রায় ১০ বিঘা জমিতে
প্রশাসনের অনুমতি ব্যাতী রেখে থানা পুলিশের সাথে সখ্যতা করে পানি নিস্কাশনের পথ (ক্যানেল) বন্ধ করে দিয়ে ২/৩ ফসলী জমিতে উঁচু চওড়া বাঁধ দিয়ে ৪০ থেকে ৫০ বিঘা জমিতে পুকুর খনন করে চলেছে ভেকু দালাল বিএনপি নেতা পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সাব্দুল আলী। যার সত্যতা মিলেছে উপজেলার দেবীপুর খুলুপাড়া এলাকায় সরকারি(ক্যানেলের) মুখ বন্ধ করে চারিপাশে বাঁধ দিয়ে পুকুর খনন ও চলছে তার ইশারায়।
পানি নিস্কাশনের পথ বন্ধ করায় এই বিলের চাষীদের শত শত বিঘা তিন ফসলী জমি পানির নিচে তলিয়ে যাবে। এতে চরম ক্ষতিরমূখে পড়বে ওই অঞ্চলের কৃষকরা।
এ বিষয়ে প্রশাসনের নিকট সহযোগীতা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার শত শতচাষী।
জানাগেছে, কৃষকদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট উজানখলশী ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) ওয়াহেদ আলীকে নামুদরখালী মৌজায় সাব্দুল আলীর পুকুরে চলমান এস্কেভেটর (ভেকু) গাড়ী বন্ধ করে গাড়ীর চাবি জব্দ করার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উজানখলশী ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) ওয়াহেদ আলী পুকুরে উপস্থিত হয়ে পুকুর খনন কাজ বন্ধ করে দিয়ে এস্কেভেটর (ভেকু) গাড়ী বন্ধ করে গাড়ীর চাবি জব্দ করেন।
এই অঞ্চলের কৃষকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিএনপি নেতা সাব্দুল আলী আবারো পুকুর খননের প্রস্তুতি নিচ্ছে।
উজানখলশী ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) ওয়াহেদ আলী জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মহসীন মৃধার নির্দেশে আমরা এস্কেভেটর (ভেকু) গাড়ী বন্ধ করে চাবি নিয়ে এসেছি।
নির্ভীক সংবাদ ডটকম