দুর্গাপুর প্রতিনিধিঃ ”জেগে ওঠো, সাবধান কর, তোমার রবের শেষ্ঠত্ব ঘোষণা কর” আলকুরআনের বানি কে সামনে রেখে উজাল খলসী হাইস্কুল ময়দানে ১৬তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত , হযরত মাওলানা আব্দুল জব্বার সভাপতিত্বে, মোহাম্মদ আলতাফ হোসেনের সঞ্চালনায় তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়। মাহফিলের প্রধান অতিথি , প্রফেসর ডাক্তার মোঃ মনসুর রহমান, মাননীয় সংসদ সদস্য দুর্গাপুর পুঠিয়া রাজশাহী-৫, ও সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম চেয়ারম্যান দুর্গাপুর উপজেলা পরিষদ ও সভাপতি দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ, মোঃ তোফাজ্জল হোসেন, মাননীয় মেয়র দুর্গাপুর পৌরসভা ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, আরোও উপস্থিত ছিলেন, মোঃ আঃ মোতালেব ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দুর্গাপুর,রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন 2 নং কিশমত গনকৈড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফছার আলী মোল্লা।
তাফসীরুল কুরআন মাহফিল,
প্রধান তাফসীরকারক হিসেবে তাফসীর পেশ করেন,
আন্তর্জাতিক খ্যাতি সম্পন মুফাচ্ছিরে কুরআন বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যাক্তিত
শায়খ ড.আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ,
খতিব, মাসজিদুল জুমআ কমপ্লেক্স, পল্লবী মিরপুর ঢাকা।
প্রধান তাফসীরকারক বলেন,
** মহান রবের দাসত্ব ও গোলামী করার জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে।
** যুব সমাজের নৈতিক অবক্ষয় হতে রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে,
** স্বাধীনতার মাসে সকলে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সু-নাগরিক হতে হবে।
বৈকাল ৪ ঘটিকায় তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়ে রাত্রি ১১-৪৫মিঃ পর্যন্ত চলে, স্থানীয় ওলামায়েকেমার এর মধ্যে তাফসীরে তাফসীর পেশ করেন, মাও,ডাঃ মাহাবুর রহমান, মাও,মোঃ শফিকুর রহমান, প্রভাষক, বখতিয়ারপুর কলেজ, ও মাও, মোঃ আঃ মান্নান,
তাফসীরুল কুরআন মাহফিলে ইসলামী গজল পরিবেশন করেন, বিকল্প শিল্পী গোষ্ঠী, রাজশাহী।
১৬তম তাফসীরুল কুরআন মাহফিলে প্রায় ২/৩ হাজার নারী পুরুষের সমাগম ঘটে।
বক্তারা কুরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, সব শেষে দেশ-বিদেশের সকলের মোঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন।