দুর্গাপুর প্রতিনিধি:রাজশাহীর দুর্গাপুর পৌরসভা সদ্যগঠিত ৯ টি ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীর পরিচিতি সভা অনুষ্ঠিত। রোববার বিকেলে দুর্গাপুর পৌরসভার মেয়রের সভাকক্ষে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সবাই দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মাননীয় মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান হৃদয়। উপস্থিত ছিলেন পৌরসভার সদ্যগঠিত নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ছাত্রলীগের রাজনীতি করতে হবে। কোন প্রকার দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা আর স্বজনপ্রীতির সাথে জড়িত হয়ে রাজনীতি করা যাবে না, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে দিয়ে আদর্শিত রাজনীতি করতে হবে।
নির্ভীক সংবাদ24ডটকম