নিজস্ব প্রতিবেদক: পৌর নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সহিংসতা এড়াতে দুর্গাপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা । ইতোমধ্যে পুলিশ, বিজিবি সদস্যরা টহল শুরু করেছে পৌর নির্বাচনী এলাকায়।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মহসীন মৃধা জানান,পৌর নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত রয়েছে। প্রতি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং প্রায় ১৬০ জন’ পুলিশ সদস্য এবং ৯৩জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। ভোটের পরিবেশে সুষ্ঠু রাখতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ পৌরসভায় ভোটের মাঠে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের বৃহত্তম দুই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ মোট ৪ জন।
আগামীকাল ২৮ শে ( ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই প্রথমবার ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌরসভার ০৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ৪৪৫ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৬৮১ জন। এই পৌরসভায় মোট ১১টি ভোটকেন্দ্রের ৫৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
নির্ভীক সংবাদ ডটকম