দূর্গাপুরে কবিরাজের কাছে চিকিৎসার জন্য এসে রোগীর মৃত্যু

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ১১ নভেম্বর, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দূর্গাপুরে কবিরাজের কাছে চিকিৎসার জন্য এসে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে স্বপন (২৫) নামের এক যুবক।
ঘটনাটি ঘটেছে, বুধবার ১২ ( নভেম্বর) দুপুর তিনটার দিকে উপজেলার হাটকানপাড়া বাজুখলসি এলাকায় মৃত.আব্দুল আজিজের ছেলে কবিরাজ নাসিরউদ্দীন (৪৫) এর বাড়িতে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে কবিরাজ নাসিরউদ্দীন এলাকায় যৌন চিৎকিসা দিয়ে আসছেন তারই ধারাবাহিকতায় আজকে ঐ যুবক চিকিৎসা নিতে এসেছিলেন এই কবিরাজের কাছে। নিহত যুবক নাটোরের বড়াইগ্রাম উপজেলার দাশগ্রামের শফিকুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
উক্ত ঘটনায় কবিরাজ নাসিরউদ্দীন পালাতক
রয়েছে একাধিকবার তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।দূর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কনা জানান, কানপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে
একজনের আত্নহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।নির্ভীক সংবাদ ডটকম