দূর্গাপুরে থানায় মামলা, মা- মেয়ে আটক

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ১৩ সেপ্টেম্বর, ২০২০
দূর্গাপুর প্রতিনিধি: দূর্গাপুরে মা- মেয়েকে আটক করেছে দূর্গাপুর থানা পুলিশ।
রবিবার দুপুর ১ টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত উপজেলার নওপাড়া গ্রামের মৃত মদনের স্ত্রী ফরিদা(৫০) ও মেয়ে খাদিজা(২৮)
জানাগোছে, প্রতিবেশী জামালের সাথে মৃত. মদনের স্ত্রী ফরিদার ঝগড়া বিবাদের জেরে তাদের বিরুদ্ধে দূর্গাপুর থানায় জামাল একটি মামলা করে, সেই মামলায় তাদের আটক করা হয়েছে।এ বিষয়ে দূর্গাপুর থানার (ওসি) খুরশিদা বানু কনা নির্ভীক সংবাদ24 কে বলেন,
(রেগুলার) একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।নির্ভীক সংবাদ24ডটকম