দূর্গাপুরে হেরোইন ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ৩০ অক্টোবর, ২০২০
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দূর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ আমজাদ হোসেন(৫৫) কে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে উপজেলার দেবীপুর এলাকার দেরাজ আলীর ছেলে।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিম জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিকে আমজাদ হোসেনের বাড়ীতে অভিযান চালানো হয়। পরে তার বাড়ীর ফ্রিজের নিচে লুকানো পলেথিনের ব্যাগে রাখা ২০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার ও তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দূর্গপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নির্ভীক সংবাদ ডটকম