নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন আলিফ লামমিম ভাটা প্লেনের মোর এলাকায় রাস্তায় ছিন্তাইয়ের প্রস্তুতির সময় দুইজন ছিন্তাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনির পোশাক, একটি ওয়াকিটকি, দুইটি চাকু,একটি খেলনা পিস্তল,একটি ১৫ হাত লম্বা দড়ি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ১২ টার দিকে দুজন ছিন্তাইকারী সেথানে ছিন্তাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার সহকারী কমিশনার ফারজিনা নাসরিনের নেতৃত্বে অভিজান পরিচালনা করে পুলিশ। এসময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে বিপুল পরিমাণ ছিন্তাইয়ের সরাঞ্জমাদি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।