নাটোরে ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ২১ অক্টোবর, ২০২০
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের গুনাইখাড়া এলাকার ধানক্ষেত থেকে বিদ্যুৎ সরকার (৩০) নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত বিদ্যুৎ সরকার পার্শ্ববর্তী লালোর ইউনিয়নের মোঠগ্রামের নির্মল সরকারের ছেলে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টায় বিদ্যুতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ বিদ্যুতের পরিবার ও স্থানীয়তের বরাত দিয়ে জানান, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বেরিয়ে যায় বিদ্যুৎ। রাতে বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকে। বুধবার সকালের পার্শ্ববর্তী হাতিয়ান্দহ ইউনিয়নের গুনাইখাড়া এলাকার রাস্তার পাশে একটি ধানের জমিতে বিদ্যুতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিদ্যুতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
নির্ভীক সংবাদ ডটকম