স্টাফ রিপোর্টারঃ নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম মানুষের নাগালের বাইরে- সকল পন্যের দামের এই উর্ধগতিতে বেহাদ দশা হয়েছে সাধারণ মানুষের৷ বাজারে দাম বেড়েছে কমেছে ক্রেতার পন্য কেনার পরিমান। এমন অবস্থায় কম দামী এবং খাবারের পরিমান কমিয়ে আনছে সাধারণ মানুষ। খাদ্য তালিকা থেকে বাদ যাচ্ছে বিভিন্ন পুষ্টিকর খাবার। যার প্রভাব পড়ছে শরীরে।
মাছের দাম বেড়েছে কেজি প্রতি বিক্রেতা জানায় বড় মাছ আর তেমন বিক্রি হচ্ছেনা সাথে মুরগি আর মাংসের দাম বেড়েছে কয়েকগুন। এভাবে চলতে থাকলে খুব তারাতাড়ি নিম্নবিত্তেরা দারিদ্র সিমার তলানিতে পৌছাবে তা আর বলার অপেক্ষা রাখেনা। বিভিন্ন বিশ্লেষকেরা বলছেন এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারকে ব্যাবস্থা নিতে হবে। তবেও দেশের সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।