এ,কে হৃদয় পাবনা প্রতিনিধিঃ -মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশে ৩৫০ টি নাট্যদলের পরিবেশনায় স্বল্প ব্যায়ে স্বল্প পরিসরে নতুন নাটক বিকল্প স্থানে করোনার বিরুদ্ধে নতুন প্রযোজনা নাটকের ধারাবাহিকতায় গতকাল দুপুরে প্রথমে শহীদ এম মনসুর আলী কলেজ এ প্রথম শো অনুষ্ঠিত হয় এরপর দ্বিতীয় শো পি টি আই স্কুলে মাঠে ও সন্ধ্যার আগে লাইব্রেরি বাজার এম এম সি ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। নাটকের কাহিনীতে করোনা থেকে মুক্তি ও করোনাকালীন সময়ে সাধারণ মানুষের করণীয় তুলে ধরা হয়। নাটকের কুশিলব ছিলেন আবুল কাশেম, গৌতম দাশ,মুক্তা,মণ্জ্ঞুয়ারা,দীপ্ত,ফাহাদ আলম,আক্কাস বয়াতী,আল আমিন,মীর কাদিম,রবিউল রবি,কমল কৃষ্ণ। সার্বিক তত্বাবধানে ছিলেন আলমগীর কবীর হৃদয়। নাটকের রচনা ও নির্দেশনায় আবুল কাশেম, প্রযোজনা পাবনা থিয়েটার ৭৭’ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ব্যাবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি পাবনা।