পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ২৮ সেপ্টেম্বর, ২০২০
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া চারআনি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদউত্তীর্ণ ও মূল্যতালিকা না থাকায় ব্যবসায়ী শুশান্ত দত্ত ২০০০টাকাও মলয় দত্ত কে ৫০০টাকা জরিমানা করা হয়েছে। ২৮ অক্টোবর দুপুরে ভোক্তা অধিকার রাজশাহী জেলার সহঃপরিচালক মাসুম প্রশিকিউশনে হাফিজ SI/FSI,নিরাপত্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্ভীক সংবাদ ডটকম