বাগমারায় ট্রাক চাপায় নারী নিহত

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ২৯ অক্টোবর, ২০২০
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছে।
জানা গেছে, রাজশাহী বাগমারা তাহেরপুর হতে ভবানীগন্জ হেচারী মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার বিকালে রামরামা হেচারী মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত পথোচারী হলেন তাহেরপুর পৌর এলাকার চকিরপাড়া রুকু ড্রাইভারের স্ত্রী।
নির্ভীক সংবাদ ডটকম