মারা গেছেন অভিনেতা কে এস ফিরোজ

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ৯ সেপ্টেম্বর, ২০২০
কে এস ফিরোজ
বিনোদন প্রতিবেদক নির্ভীক সংবাদ24ডটকম:বুধবার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) মারা যান তিনি। ইন্না-লিল্লাহ….. রাজিউন।
দেশের বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ মারা গেছেন।
জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী এই খবর নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।