যৌনপল্লীর শিশুরা যাবে স্কুলে, থাকবে হোস্টেলে

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ১৪ সেপ্টেম্বর, ২০২০
খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা যৌনপল্লীর মেয়ে শিশুদের ভর্তি করা হচ্ছে স্কুলে, তাদের জন্য খোলা হচ্ছে আলাদা হোস্টেল।
রোববার দুপুরে রোববার খুলনা জেলা প্রশাসন কক্ষে জুম অ্যাপের মাধ্যমে বানিশান্তা যৌনপল্লীর শিশুদের আবাসিক শিক্ষা ও পুনর্বাসনের লক্ষে প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ এবং হোস্টেল নির্মাণের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ। সরকার সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বানিশান্তা যৌনপল্লীর শিশুদের জন্য শিক্ষা লাভের একটি নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে হোস্টেল নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে খুলনা জেলা প্রশাসন। যা সারা দেশের জন্য অনুকরণীয় উদ্যোগ।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংরক্ষিত মহিলা এমপি গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং খুলনা সমাজসেবা অধিদফতরের পরিচালক মো. আবদুর রহমান।
নির্ভীক সংবাদ24ডেস্ক