রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ আটক শীর্ষ মাদক কারবারি কাউন্সিলর মফা

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ২১ আগস্ট, ২০২০
নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর গোদাগাড়ীর শীর্ষ মাদক কারবারি কাউন্সিলর মফা কোটি টাকার হেরোইনসহ আটক হয়েছে। এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাকে আটক করে র্যাব। থানা পুলিশের দালাল হিসেবে এতোদিন দাপটের সঙ্গে মাদক কারবার চালিয়ে যান মোফা। তার দাপটে স্থানীয় বাসিন্দারাও ছিলেন তটস্থ। মাদক কারবারের পাশাপাশি থানার দালালি করেও কোটিপতি বনে যান এই মোফা। তার বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারিদের তালিকায় শীর্ষ কাতারে ছিলো মোফার নাম। বিস্তারিত আসছে সাথেই থাকুন………