নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নগরীর ভেড়িপাড়া এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী ডিআইজি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক ভেড়িপাড়া পুলিশ লাইনস এলাকার আব্দুল গফুরের ছেলে আদর(২৪)। পরে তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
রাতে সাড়ে ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে যুবক আদরকে ছুরিকাঘাত করা হয়। এরপর তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নির্ভীক সংবাদ ডটকম