রাজশাহীতে ড্রেনে ভাসছে টাকা,কুড়াতে ব্যস্ত সাধারন মানুষ

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ২২ আগস্ট, ২০২০
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে অগণিত মানুষের ঢল। সবার চোখ ড্রেনের দিকে। ভীড় ঠেলে সামনে গিয়ে দেখা যায় কিছু মানুষ খুব খোঁজাখুঁজি করছেন কি যেন। কেউ একজন পেয়েও গেলেন প্রত্যাশিত বস্তুটি। হাতে ৫০০ টাকার নোট। কি আশ্চর্য! ড্রেনে ভাসছে টাকা? শুনে আরও লোক সমাগম বেড়ে গেল। নিম্ম আয়ের মানুষ তখন নিজেরাও নেমে গেলেন সে টাকা কুড়াতে। কেও টাকা পেয়ে পকেট ভর্তি করছেন আবার কেও চেস্টা চালিয়ে যাচ্ছেন। তবে পাচ্ছেন তো সবাই-ই।
প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা নিজেদের অনিয়ম রুখতে ড্রেনে টাকা ফেলে দিয়েছেন। সেখানে ১হাজার,৫০০,১০০,২০,১০ এবং ৫ টাকার নোটও বিদ্যমান ছিল। টাকা দেখে প্রথমে একজন এবং পরে অনেক খেটে খাওয়া মানুষ নেমে পড়েন ড্রেনে।
এক ভাংড়ি বিক্রেতা তার কুড়ানো টাকাগুলো রেখেছিলেন পকেটেই। প্রতিবেদককে টাকাগুলো দেখিয়ে তিনি বিবরণ দেন কিভাবে পেলেন টাকাগুলো।
নির্ভীক সংবাদ24ডটকম