রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কায়দায় শাওন নামের এক মাছ ব্যবসায়ীকে মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে মহানগরীর হাদির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আহত মাছ ব্যবসায়ীর পিতা নাজিম বাদী হয়েছে হামলার সাথে জড়িত দুই জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত মাছ ব্যবসায়ী শাওন মহানগরীর খড়বোনা নদীর ধার এলাকার বাসিন্দা।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন, খড়বোনা এলাকার মৃত মালেকের ছেলে সানারুল (২২) ও মিঠুনের ছেলে শিমুল (২৩)।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মাছ ব্যবসায়ী শাওন হাদির মোড় এলাকার রবি’র চায়ের দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে খড়বোনা এলাকার সানারুল ও শিমুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। শাওন এর প্রতিবাদ করলে সানারুল ও শিমুল তাকে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি মারপিট করে আহত করে। এ সময় শাওনের পকেটে থাকা নগদ ১২ হাজার টাকা, একটি স্যামস্যাং মোবাইল ফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত শাওনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে বৃহস্পতিবার সকালে আহত শাওনের পিতা বোয়ালিয়া মডেল থানায় হামলাকারীদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে আহত শওনের পিতা। বর্তমানে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
নির্ভীক সংবাদ24ডটকম