রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। বুধবার(৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালক আনসার এবং অজ্ঞাত এক নারী।
দূর্ঘটনায় আহতদের নাম পরিচয এখনো জানা যায়নি। আহত দুই জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে একজন এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি এবং অন্যজন কথা বলতে পারছেন।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, সিএনজির যাত্রীরা চাঁপাই থেকে হাসপাতালের উদ্দেশ্যে আসছিলেন। এসময় অপরদিক থেকে আসা এক ফাঁকা ট্রাকের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। এবং বাকি ২ জন আহত হন।
নির্ভীক সংবাদ ডটকম