দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা মোড় তাহেরপুর রোডে অবস্থিত আমজেদ হোসেনের মার্কেটে দুর্গাপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উদ্বোধন উপলক্ষে জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভার আয়োজন করা।
হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, মনোরম পরিবেশে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা যত্ন সহকারে স্বল্প খরচে অপারেশনের মাধ্যমে সিজারিয়ান অপারেশ করা হয়। এখানে চর্ম,যৌনরোগ, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারা শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে আজ থেকে নিয়মিত রোগী দেখবেন।
হয়। উপস্থিত ছিলেন, দুর্গাপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুক্তার হোসেন, ব্যবসায়ী আব্দুল জব্বার, মাইনুল ইসলাম রঞ্জু, জিলহাজ আলী প্রমুখ। এ হাসপাতালে ডিজিটাল এক্সরে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফী,এন্যালইজার মেশিনের সাহায্যে সমস্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
নির্ভীক সংবাদ ডটকম