নিজস্ব প্রতিবেদক,দুর্গাপুর: রাজশাহীর বাগমারায় বজ্রপাতে দুর্গাপুরের ২যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মে) বিকেলে বাগমারা তালঘড়িয়া(তালগাছি) নামক স্থানে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে এছার উদ্দিন এর ছেলে বাবু(২৫) ও মৃত. সাইদুল ইসলামের ছেলে রনি(২৩)।
জানাগেছে, বাগমারা উপজেলার তালঘড়িয়া(তালগাছি) নামক স্থানে
আমে গাছ থেকে আম পাড়তে গিয়ে বজ্রপাতে সেখানেই তাদের মৃত্যু হয়।
এবিষয়ে দুর্গাপুর থানার ওসি হাসমত আলী বলেন,আম গাছ থেকে আম পাড়তে গিয়ে দুই যুবক বজ্রপাতে নিহত হয়েছে। নিহতদের বাড়িতে পুলিশ পাঠিয়েছি।
নির্ভীক সংবাদ ডটকম