শহীদ মিনারে বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ১৬ ডিসেম্বর, ২০২০
বানেশ্বর প্রতিনিধি: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর চুড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভু্দ্বয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। বিজয়ের প্রথম প্রহরে বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বানেশ্বর সরকারি কলেজ আলোকসজ্জা ও শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এসময় ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বানেশ্বর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
শ্রদ্ধা জানান, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও অত্র ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা। এবং আরো ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সেবা বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে মোঃ মুক্তাকিন হোসেন ও তার সহযোগী ও সহকর্মীরা। আরো ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী পরিবার। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ দেলোয়ার হোসেন, সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ,বানেশ্বর সরকারি কলেজ শাখা।নির্ভীক সংবাদ ডটকম