নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজাল খলসী গ্রামের ২০১৪ সাল থেকে প্রতি বছরেই ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে আসছে। উক্ত সামাজিক সংগঠন আজ উজাল খলসী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১০০ গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। সংগঠনের সমন্বয় কমিটির প্রধান মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সমাজের দরিদ্র অসহায় মানুষদের মুখে হাসি ফোঁটানের জন্য প্রতি বছরেই ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে আসছি । তিনি বলেন, আমাদের আর্থিক সীমাবদ্ধতার কারনে অনেক পরিবারে কাছে পৌঁছাতে পারছি না। এজন্য সমাজের বিত্তবান শ্রেণীর মানুষের এগিয়ে আসা দরকার। এ সময় উপস্থিত ছিলেন, উজাল খলসী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষক, মোঃ মকলেছুর রহমান, মোঃ মকবুল হোসেন, সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।