সুপারির ভেতরে ইয়াবা পাচার, নারী আটক

নির্ভীক সংবাদ24 প্রকাশিত হয়েছেঃ ৭ ডিসেম্বর, ২০২০
নির্ভীক সংবাদ ডেস্ক: কাঁচা সুপারির মাঝখানে কেটে তার ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারকালে মোস্তফা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা হয়েছে ৯৫০ পিস ইয়াবা।
তিনি টেকনাফের মিঠা পানিরছরা হাতিয়ারঘোনা এলাকার রাজা মিয়ার স্ত্রী।
রোববার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ তথ্য জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজার যাবার সময় একটি যাত্রীবাহী বাসকে বিজিবির রেজুখাল যৌথ চেকপোস্টে থামানো হয়। এরপর প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি করা হয়। কুকুর একটি বস্তা শনাক্ত করে। পরবর্তীতে বস্তা খুলে সুপারি দেখতে পান তারা। এরপর ভালো করে তল্লাশি করে সুপারির ভেতর থেকে মিয়ানমারে তৈরি ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান আলী হায়দার আজাদ আহমেদ।
নির্ভীক সংবাদ ডটকম